বগুড়ায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

বগুড়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় এক কৃষক কলাবাগানে কাজ করতে গেলে গলায় ওড়না পেঁচানো ওই নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে কলাবাগানে ফেলে রেখে গেছে। ওই নারীর হাতে শাখা এবং সিঁথিতে সিদুর, পরনে লাল ও কালো পোশাক ছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

মন্তব্য করুন