শান্তর হাফ সেঞ্চুরির পর চা বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৮

দ্বিতীয় সেশনটা দারুণভাবে পার করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। ৫৫ রান করে অপরাজিত আছেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশত।

প্রথম সেশনে দলীয় ১৮ রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। এরপর তামিম-শান্ত জুটিতে দারুণভাবে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে দলীয় ৯৬ রানে তিরিপানোর বলে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ হয়ে ফিরে যান তামিম। তার ব্যক্তিগত সংগ্রহ ৪১ রান।

শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৮ রান করে দিনের খেলা শেষ করে। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন সেঞ্চুরি করেন। ১০৭ রান করে আউট হন তিনি। ৬৪ রান করেন ওপেনার মাসভাউরে।

রবিবার সকাল সকাল জিম্বাবুয়েকে অলআউট করে দেয় বাংলাদেশ। গতকাল (শনিবার) তারা ৬ উইকেটে ২২৮ রান করে দিনের খেলা শেষ করেছিল। রবিবার তারা অলআউট হয়েছে ২৬৫ রান করে। অর্থাৎ, গতকালের রানের সাথে আজ ৩৭ রান যোগ করেছে তারা।

টাইগার পেসার আবু জায়েদ রাহি ৪টি ও স্পিনার নাঈম হাসান ৪টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট।

প্রথম দিন শেষে চাকাভা ৭ রানে ও তিরিপানো শূন্য রানে অপরাজিত ছিলেন। রবিবার দিনের শুরুতে সতর্ক ছিল জিম্বাবুয়ে। এদিকে বাংলাদেশের বোলাররা ছিলেন আক্রমণাত্মক। দিনের সপ্তম ওভারে বোলিংয়ে এসে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে তিরিপানোকে বিদায় করেন রাহি।

দিনের নবম ওভারে এসে এনডিলোভুকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রাহি। পরের ওভারে টিশুমাকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নের পথ ধরান তাইজুল। শেষ উইকেট জুটি কিছুটা ভোগাচ্ছিল বাংলাদেশকে। শেষমেশ তাইজুলের বলে নাঈমের হাতে ক্যাচ হন চাকাভা।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ফিরছেন সাকিব-মুস্তাফিজ, চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মিরপুরে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

যুবসমাজ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: যুব ও ক্রীড়ামন্ত্রী

বাংলাদেশের উইকেটে আইপিএলের মতো রান না হওয়ার কারণ জানালেন তাসকিন

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১৫৭ রান

বন্যার্তদের সহায়তায় ছোট প্লেন ও খাবার পাঠালেন নেইমার

আইপিএল থেকে মোস্তাফিজকে ফেরানোর কারণ জানালেন তাসকিন

৩ পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন তাসকিন আহমেদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১২ রানে অলআউট, তবু নয় রেকর্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :