যশোরে সোনা চোরাচালানে দুজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫
অ- অ+

যশোরে সোনা চোরাচালান মামলায় আনিসুর রহমান ও তানভীর জামান নামে দুজন চোরা কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রবিবার সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট গ্রামের সারেয়ার কাজীর ছেলে এবং তানভীর জামান ফরিদপুরের ভাঙা উপজেলার বড় পাল্লা গ্রামের মনিরুজ্জামান মঞ্জু খালাশীর ছেলে। পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন-৪৯ (বিজিবি) এর একটি দল ২০১৯ সালের ১৬ জুন সকাল ৬টার দিকে বেনাপোলের আমড়ালী চেকপোস্টে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় ওই বাস থেকে আনিসুর রহমান ও তানভীর জামান নামে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের কোমরে বিশেষভাবে সেলাই করে লুকিয়ে রাখা ১৩টি করে মোট ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৩২ গ্রাম। সোনার বারগুলো তারা ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল মালেক বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা