কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ অনুষদে নতুন ডিন

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচটি অনুষদে নতুন পাঁচ শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।

দায়িত্ব পাওয়া নতুন অনুষদ প্রধানরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এমএম শরীফুল করীম (কলা ও মানবিক অনুষদ); অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ (সামাজিক বিজ্ঞান অনুষদ); একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব (ব্যবসায় শিক্ষা অনুষদ); পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী (বিজ্ঞান অনুষদ) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ (প্রকৌশল অনুষদ)।

তারা নির্দিষ্ট অনুষদে আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি দুইটি অনুষদ এবং তারও আগে বাকি অনুষদ প্রধানদের দায়িত্বের মেয়াদ শেষ হয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা