মাগুরায় মোটরসাইকেলচাপায় স্কুলছাত্র নিহত
মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইতুন্দি গ্রামে মটরসাইকেল চাপায় অমি হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সোনাইতুন্দি গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অমি সোনাইতুন্দি গ্রামে নিজ বাড়ির পাশের রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অমি স্থানীয় সোনাইতুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন