সমালোচকদের একহাত নিলেন শ্রুতি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩
অ- অ+

তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়ে ট্রোলিং। অনবরত এমন সমালোচনার শিকার হচ্ছেন বলিউড ও দক্ষিণেরর চলচ্চিত্রে কাজ করা অভিনেত্রী শ্রুতি হাসান। কিন্তু এসব সমালোচনা বা কটূক্তিতে মোটেই বিচলিত নন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মেয়ে শ্রুতি। বরং সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, ‘তিনি মোটেই সমালোচনায় পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায়, সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়েও বার বার ট্রোলড হয়েছেন এই নায়িকা।

এই প্রসঙ্গে শ্রুতির সরাসরি জবাব, ‘হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো তার প্রচার করছি না। শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়।’ পাশাপাশি নায়িকার আবেদন, ‘ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসা শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনি আমার সঙ্গে। আশা করি আপনারও তাই।’

এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনেকেই তার ছবিতে লিখেছিলেন, বুড়ি দেখাচ্ছে তাকে। আরও লেখা হয়, ‘কী রোগা তুমি।’ অনেকে আবার লেখেন, ‘আপনার মুখে কোনো ঔজ্জ্বল্য নেই। আপনাকে অসুস্থ লাগছে।’

ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা