ওয়ানডে সিরিজের আগে দলকে সতর্ক করলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিছু খেলোয়াড় জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার কথা ভাবলেও সেটি সহজ হবে না উল্লেখ করে টাইগার অধিনায়ক মাশরাফি বলেছেন, এখানে কোনো কিছুরই নিশ্চয়তা দেয়া যাবে না। তিনি বলেছেন, এখনই হোয়াইটওয়াশের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ জয়ের মাধ্যমেই সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

যদিও তিনি মনে করেন, সিরিজের তিন ম্যাচেই জিম্বাবুয়েকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে। তবে জিম্বাবুয়েও এখানে স্বাগতিকদের হারানোর লক্ষ্য নিয়েই এসেছে। সুতরাং তাদেরকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই।

আগামীকাল (রবিবার) শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে মাশরাফি বলেন, ‘এটা ঠিক যে আমরা তাদের বিপক্ষে ধারাবাহিক জয়ের মধ্যেই রয়েছি। তবে কিছু ম্যাচ ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ওইসব ম্যাচ তারাও জিততে পারতো। তাই এটি মানতে হবে এই ফরম্যাটে আমাদের হারানোর ক্ষমতা তাদের আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রতিপক্ষই সহজ নয়। আমার বিশ্বাস আমাদেরকে হারানোর মত যোগ্যতা জিম্বাবুয়ের আছে। সুতরাং আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ’

২০১৩ সাল থেকে জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ। এই সময় দুই দলের মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার সবক’টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ। ২০১৪ সালের পাঁচ ম্যাচের সিরিজ সহ তিনটি সিরিজে আফ্রিকার দেশটিকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতাও বাংলাদেশের আছে।

মাশরাফি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয় দিয়ে সিরিজ শুরু করা। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, শুরু থেকেই তাদের বিপক্ষে আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ম্যাচ বাই ম্যাচ খেলেই লক্ষ্য পুরণ করতে হবে। প্রথমে আমাদের প্রথম ম্যাচে জয় পেতে হবে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচে জয়ের কথা ভাবতে চাই। সেটিতেও যদি জয়লাভ করতে পারি তাহলেই আমরা হোয়াইটওয়াশের কথা ভাবতে পারব। তাই এখনই হোয়াইটওয়াশেরর কথা ভাবার সঠিক সময় নয়। তারাও এখানে এসেছে আমাদের হারানোর লক্ষ্য নিয়ে।’

২০১৯ সালের জুলাইয়ের পর এটি হবে বাংলাদেশ দলের প্রথম ওডিআই সিরিজ। দীর্ঘদিন পর এই ফরম্যাটের ম্যাচে অংশগ্রহণের কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অগোছালো ভাব থাকতেই পারে। তবে তারপরও ভাল সূচনার উপর গুরুত্বারোপ করেছেন মাশরাফি। কারণ তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

টাইগার অধিনায়ক বলেন, ‘দীর্ঘ সময় পর এই ফরম্যাটে খেলার কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অগোছালো ভাব দেখা দিতে পারে। তবে ভাল সূচনার মাধ্যমে আমরা সেটিকে অতিক্রম করতে পারি। ব্যাটিং বা বোলিং যেকোনো বিভাগ দিয়েই আমাদের সূচনাটা ভাল করতে হবে। শুরুটা ভাল করতে পারলে আমরা ভালভাবেই মানিয়ে নিতে পারব পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় কেউ মেনে নেবে না, তাই বাংলাদেশের উপর চাপ বেশি থাকবে বলেই মনের করেন টাইগার নেতা। তিনি বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করলে সেটি নিয়ে খুব বেশি আলোচনা হবে না। কারণ সেটি প্রত্যাশিত ব্যাপার। কিন্তু কোনো ম্যাচে যদি আমরা তাদের কাছে হেরে যাই তাহলে কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। তাই প্রতিটি পদক্ষেপেই আমাদের সতর্ক থাকতে হবে।’

(ঢাকাটাইমস/২৯ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা