সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৬:৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২০-২১ সেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেলের) প্রার্থী সভাপতি পদে এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ মনজুরুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল) সভাপতি প্রার্থী হিসেবে জয়নুল আবেদীন ও সম্পাদক হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রবিবার দুপুরে সমিতির কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

বিষয়টি ঢাকা টাইসমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস। তিনি বলেন, আজকেই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল দলের সব প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে প্যানেলের বাইরে সহ-সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এবারের মোট ভোটার হচ্ছেন ৭ হাজার ৭৮১ জন।

সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী এ এম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঢাকাটাইমস/১ মার্চ/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :