আত্রাইয়ে মুজিববর্ষে ইউএনওর ব্যতিক্রমী আয়োজন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৭:২৩
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের খেলাধুলার আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম। তার ব্যতিক্রমী এ আয়োজনে উপজেলাবাসী আনন্দিত। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ খেলাধুলার উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, ব্যবসায়ী এমএ মুহিত, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, ক্রীড়া সংগঠক আবু হাসান, মুনছুর রহমান, শামসুজ্জামান সেন্টুসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষক-শিক্ষার্থীরা।

এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘এতিম শিশুরা সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে বড় হয়। আমাদের ইউএনও স্যারের এ ধরনের উদ্যোগে সত্যিই তিনি প্রশংসার দাবি রাখেন।’

আত্রাই মদিনাতুল উলুম মাদ্রসার মুহতামিম মুজাহিদ খান বলেন, ‘এ ধরনের উদ্যোগে আমরা খুব খুশি। আমাদের ছেলেরা কোনদিনই কোনো খেলাধুলায় অংশ নেয়নি। সেখানে ইউএনও উপজেলার ২১টি কওমি মাদ্রাসার এক হাজার শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা সত্যিই প্রশংসনীয়।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম বলেন, ‘বিভিন্ন জাতীয় দিবসে যে খেলাধুলা হয়- তাতে কওমি বা এতিম শিশুরা দর্শকের সারিতে থাকে, তারা কখনই খেলাধুলায় অংশ নেয়ার সুযোগ পায় না। তাই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাদের জন্য এ বিশেষ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি। শুধুমাত্র কওমি শিক্ষার্থীরা এতে অংশ নেবে এবং সারাদিন আনন্দফুর্তি করবে, এ চিন্তা চেতনা থেকে এ আয়োজনটি করা।’

এ খেলায় উপজেলার ২১টি কওমি মাদ্রসার এক হাজারের বেশি এতিম শিশুরা অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অন্যান্যদের শান্তনা পুরস্কার দেয়া হয় ।

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা