কুড়িগ্রামে শিবিরের ছয় নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৭:৩৪
অ- অ+

কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

আটকরা হলেন- ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। আটকদের থেকে বিপুলসংখ্যক সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে। বাকি সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়।

পুলিশ সুপার বলেন, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে- এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা