নওগাঁয় এসএমই পণ্যমেলা শুরু শনিবার

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৮:২৮
অ- অ+

নওগাঁয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচারে শুরু হতে যাচ্ছে এসএমই পণ্যমেলা। শনিবার শিল্প মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এ আয়োজন করছে। শহরের মুক্তির চত্বরে হবে এই মেলা যা আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর রশীদ।

এসময় তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে দেশে কুটির শিল্পসহ প্রায় ৭৮ লাখ অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় আয়ে এসএমই শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাদের পণ্যের প্রচারে দেশের বিভিন্ন জেলায় এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন।’

তিনি আরো জানান, মেলায় স্থানীয় ৫০টি কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া থাকবে বঙ্গবন্ধু কর্নার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা নাচ-গান পরিবেশন করবেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কাঠের বাটাম দিয়ে মারপিট, শিক্ষকের বিরুদ্ধে মামলা
কলা দিয়ে বানানো ৬০ লাখ ডলারের ‘শিল্পকর্ম’খেয়ে ফেললেন দর্শক!
ফেনীতে পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২ 
সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা