নওগাঁয় এসএমই পণ্যমেলা শুরু শনিবার

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৮:২৮
অ- অ+

নওগাঁয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচারে শুরু হতে যাচ্ছে এসএমই পণ্যমেলা। শনিবার শিল্প মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এ আয়োজন করছে। শহরের মুক্তির চত্বরে হবে এই মেলা যা আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর রশীদ।

এসময় তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে দেশে কুটির শিল্পসহ প্রায় ৭৮ লাখ অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় আয়ে এসএমই শিল্প উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাদের পণ্যের প্রচারে দেশের বিভিন্ন জেলায় এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন।’

তিনি আরো জানান, মেলায় স্থানীয় ৫০টি কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া থাকবে বঙ্গবন্ধু কর্নার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা নাচ-গান পরিবেশন করবেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা