বনানীতে প্রাইভেটকার থেকে মদ-বিয়ার উদ্ধার

রাজধানীর বনানীতে একটি প্রাইভেট কার থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হানিফ মিয়া ও মিরাজ হোসেন হৃদয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা ৪৬ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা ভোলার মাদকের সম্রাট রুবেল হাওলাদার ও গাজী হুমায়ুন কবিরের কাছ থেকে বিয়ার ও মদ সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় মাদককারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা আছে।
ঢাকাটাইমস/০৫মার্চ/এসএস/ইএস

মন্তব্য করুন