গোপালপুর ইউপি আ.লীগের নতুন কমিটির পরিচিতি সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন। তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ায় এই অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হতে পারেননি।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল, ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রমিম মোল্যা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মশিয়ার মোল্লা, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও গীতা থেকে পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম রাজিউর রহমান রাজিব।
সভার শুরুতে পরিচয় পর্বে নবগঠিত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা।
সভায় সরকার ঘোষিত আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়।
(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)

মন্তব্য করুন