অসামাজিক কাজে জড়িত থাকায় আটক ৩

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২২:০৭

মাদারীপুর সদর উপজেলায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ আটক করাকে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন।

গত রবিবার রাতে উপজেলা পৌরসভার পশ্চিম খাগদি এলাকার চায়না বেগম নামে এক ব্যক্তির বাড়িতে তাদের আটক করা হয়। থানার পরিদর্শক (এসআই) ইব্রাহিম বিষয়টি জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চায়না বেগমের বাড়িতে প্রায়ই অসামাজিক কর্মকাণ্ড হয়। এ অভিযোগে সদর উপজেলার দক্ষিণ দুধখালি গ্রামের কামাল, এক তরুণী ও চায়না বেগমকে আটক করে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ বাড়ির মালিক চায়না বেগমসহ তাদের আটক করে থানায় নিয়ে য়ায়।

স্থানীয় নয়ন মোল্লা জানান, ‘দীর্ঘ দিন থেকে চায়না বেগম অসামাজিক কর্মকাণ্ড করে আসছে। তরুণীদের তার বাড়ি নিয়ে দেহ ব্যবসা করায়। বিষয়টি টের পেয়ে আমরা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এসময় চায়না একই এলাকার আবুল মোল্লার ছেলে সজিব মোল্লার মাথায় আঘাত করে গুরুতর জখমসহ আরো দুইজনকে আহত করে। আহত সজিবকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :