ভারত ছাড়ল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৯:১৮

দেশের ফেরার জন্য অবশেষে বিমান ধরল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের বিমান ধরেন ডি’কক ও ডুপ্লেসি’রা৷

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত হয়ে গিয়েছে আগেই৷ কিন্তু ভারত ছাড়তে বেশ দেরি হল প্রোটিয়া ক্রিকেটারদের৷ ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়৷ তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে হওয়ার কথা ছিল রবিবার লখনউ৷ কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনাভাইরাসের জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড৷

দ্বিতীয় ওয়ান ডে খেলা না-হলেও নখনৌ পৌঁছে গিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’দেশের ক্রিকেটাররা৷ প্রথমে ঠিক ছিল বন্ধ স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে খেলবেন বিরাট কোহলি ও কুইন্টন ডি’ককরা৷ কিন্তু পরে দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷ সিরিজ স্থগিত হয়ে গেলেও লখনউ বা দিল্লিতে থাকতে রাজি ছিলেন না প্রোটিয়া ক্রিকেটাররা৷ তাঁরা নিরাপদ জায়গা হিসেবে কলকাতাকে চিহ্নিত করেন৷ সেই মত বিসিসিআই সোমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কলকাতায় নিয়ে আনে৷

প্রথমে দক্ষিণ কলকাতায় তাজ বেঙ্গলে ক্রিকেটারদের রাখার কথা ছিল৷ কিন্তু তার পরিবর্তে প্রোটিয়া ক্রিকেটারদের রাজারহাটে ওয়েস্ট ইন হোটেল থাকার ব্যবস্থা করা হয়৷ তবে ফেরার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা দিল্লি হয়ে ফিরতে না-চাওয়ায় মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাইয়ের বিমান ধরেন৷ বিমানবন্দরে নেমে সোজা টারম্যাক থেকে বাসে না-তুলে স্বাভাবিক পরিস্থিতির মতো গেট দিয়েই বার করা হয় তাঁদের। সকলে মুখে মাস্ক পরেও ছিলেন না।

এ ব্যাপার সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, এদিন সকালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভালোভাবেই দুবাইয়ের বিমান ধরেছেন৷ সেখান থেকে ক্রিকেটাররা তাঁদের নিজ নিজ শহরে ফিরে যাবেন৷ প্রোটিয়া ক্রিকেটাররা সিএবি-র আথিতেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন৷ প্রোটিয়া ক্রিকেটারদের দেখাশোনার জন্য হোটেল রাখা হয়েছিল উডল্যান্ডসের চিকিৎকরদেরও৷

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :