আলফাডাঙ্গায় ‘গণমানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ১৮:৪৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘গণমানুষের আওয়াজ’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি প্রেসক্লাব চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে এক আলোচনা সভা হয়।

এসময় বক্তারা বলেন, ‘পত্রিকার সুনাম ধরে রাখতে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। প্রচার বৃদ্ধিসহ সমাজের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা রাখতে হবে। দৈনিক গণমানুষের আওয়াজ যেন অসহায় মানুষের হাতিয়ার হয়। নির্যাতিতদের নিয়ে কথা বললেই পত্রিকাটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে।’

প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও পত্রিকাটির আলফাডাঙ্গা প্রতিনিধি মিয়া রাকিবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সহসভাপতি খান আসাদুজ্জামান টুনু, অর্থবিষয়ক সম্পাদক কামরুল হক ভুঁইয়া, দৈনিক দিনকালের প্রতিনিধি শাহরিয়ার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কবীর হোসেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল বাশার, দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈম, দৈনিক সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দা নাজনীন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা