বগুড়ায় পেটে ছুরিসহ যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ২২:৪২
অ- অ+

বগুড়ার শেরপুরে আব্দুর রশিদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর দেয়া খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার আগে ঘোড়দৌড় নতুনপাড়ার একটি ডোবায় নৌকার উপর থেকে হাত-পা বাঁধা এবং পেটে ছুরি ঢুকানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত রশিদ উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সোমবার বিকাল ৫টায় ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যার পর নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। পরদিন মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন খোঁজ করেন। পরে তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যার আগে এলাকার লোকজন রশিদের হাত-পা বাঁধা ও পেটে ছুরি ঢুকানো লাশ দেখে রশিদের বাড়িতে খবর দেয়। তারা রশিদের লাশ শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঢাকা টাইমসকে জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা