১০ দিনের জন্য রাইড শেয়ারিং বন্ধ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৯:৫০
অ- অ+

আগামীকাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী এই সেবা বন্ধ করা হচ্ছে। ইতোমধ্যে সেবা ব্যবহারকারী এবং চালকদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো।

বার্তায় বলা হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২০ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে। যাত্রী এবং চালকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বার্তায় বলা হয়। এ সময় রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওয়াক ইন সেন্টারও বন্ধ থাকবে।

পাঠাও তাদের ব্যবহারকারী এবং চালকদের ইতোমধ্যে ক্ষুদে বার্তা ও নোটিফিকেশনের মাধ্যমে রাইড শেয়ারিং বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছে।

এদিকে পাঠাওর রাইড শেয়ার বন্ধ থাকলেও তাদের ডেলিভারি সেবা চালু থাকবে।

বাংলাদেশে রাইড শেয়ারি সেবা দিচ্ছে পাঠাও, উবার, সহজ, ইজিয়ার ও ভাই, পিকমিসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা