করোনা মোকাবিলায় সোনাক্ষীর সতর্কবার্তা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ০৮:৪৯
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে ইতোমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বহু। সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও।

ভারত সরকারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সাহায্যে বলিউডের তারকারাও তাদের দেশের জনগণকে নানা সতর্ক ও সচেননতামূলক বার্তা দিচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলো ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহার নাম।

বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান খানের ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া এই নায়িকা। সেই ছবিতে তাকে কালো পোশাকে হাতে বন্দুক ধরে রাখতে দেখা যাচ্ছে। মানুষকে সতর্ক করে ক্যাপশনে লিখেছেন, ‘ভুলেও ঘরের বাইরে পা দেবেন না।’

এদিকে বাইরের দেশ থেকে ফিরে বলিউডের বেশ কয়েকজন তারকা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কাজল ও সোনম কাপুর। অন্যদিকে গায়ক সনু নিগম আটকে রয়েছেন দুবাইয়ে। করোনা আতঙ্কে তিনি দেশে ফিরতে পারছেন না।

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা