করোনা মোকাবেলায় সিএবির অনুদান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১০:১৪
অ- অ+

করোনাভাইরাস মহামারি আকারে রূপ নেওয়ায় দেশীয় অর্থনীতি ব্যাপকহারে ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় করোনাভাইরাসের মোকাবেলা করার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আর্জি শুনেই রাজ্যের আপদকালীন রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।

করোনার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে এসে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার ঘোষণা, ‘মানব সভ্যতার সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। ইতিমধ্যেই বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে বহু মানুষ। ক্রিকেট একতার প্রতীক। ক্রিকেট এখন মানবতারও প্রতীক। সিএবি’র পক্ষ থেকে আমরা রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে করোনা মোকাবিলায় রাজ্য সরকারে হাতে ইডেন গার্ডেন্সকে তুলে দেওয়ার কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ করোনা আক্রান্তদের আইসোলেশনের জন্য ইডেনের ডরমেটরি খুলে দেওয়ার কথাও জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ তারপর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করে সিএবি৷

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলায় অর্থ সাহায্য প্রসঙ্গে বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তৎপরতাকে ধন্যবাদ জানাচ্ছি। করোনা মোকাবিলায় আমরা দেশ জুড়ে লকডাউন কার্যকর করতে পেরেছি। তবে আরও অনেক কাজ বাকি৷ কারণ এই সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে আমাদের এগিয়ে আসতে হবে৷ সেই কারণে সিএবি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷’

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা