ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৩:২২ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৩:০৯

ঢাকা থেকে ঘরমুখো মানুষ ফেরার কারণে যানবাহনের চাপে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরে ফেরা মানুষগুলো।

সায়েদাবাদ এলাকার কাপড় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকেই যানজট সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিমপাড়ে এসে এর তীব্রতা আরও বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের তীব্র চাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের চাপ আরও বেড়ে গেছে। এ কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত গাড়িগুলো কিছু সময় চলছে, আবার থামছে। ঈদের মতো মানুষ ঘরে ফিরছে। প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :