আসুন পারিবারিক বন্ধন দৃঢ় করি

মোহিত কামাল
| আপডেট : ২৭ মার্চ ২০২০, ১১:৪১ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১১:৩৬

আসুন, ঘরে থাকি। পরিবারের সবাই একত্রে আড্ডা দেওয়ার আনন্দই আলাদা । কাজ আর সময়ের চাপে, 'সময় নেই' আর 'সময় নেই'-এর যুগে মুঠোবন্দি বর্তমান প্রতিটি মুহূর্ত নিংড়ে আসুন যার যার পারিবারিক বন্ধন দৃঢ় করি।

পছন্দের বই পড়ে শেষ করে ফেলি , লেখালেখিতে মগ্ন হই, যার যার পছন্দের গান শুনি, যার যার ধর্মচর্চা করি, শিশুদের সঙ্গে গল্প করি। খেলি। লুডু, সাপলুডু, ক্যারমবোর্ড , দাবা খেলার কথা কি ভুলে যাচ্ছিলাম? এ সুযোগে, আসুন , আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনি। আর গুজব থেকে দূরে থাকি।

ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাও জরুরি । আনন্দময় সময়ে দেহ-মনের চাপ কমবে, রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

অশুভ সময়টাকে জয় করতেই হবে । ধৈর্য ধরতে হবে । অদৃশ্য শত্রুকে পরাজিত করতেই হবে।

আর, হ্যাঁ, আমরা যেন একে অন্যের দোষ না-ধরি। নিজের দায়িত্ব যেন ঠিক মতো পালন করি। মানবজাতি নতুন শিক্ষা পেয়ে গেছে । এ শিক্ষার আলোয় বিশ্ববন্ধন দৃঢ হবে। আশাবাদী হতে পারি না, আমরা?

পিপিই যেন আসল যোদ্ধাদের হাতে সুষ্ঠুভাবে পৌছায়, সে দাবিও পেশ করে রাখলাম। [ফেসবুক থেকে সংগৃহীত]

ঢাকাটাইমস/২৭মার্চ/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :