সচেতন হলে ইউরোপের মতো পরিস্থিতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৬:০৩ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৫:২৪

করোনাভাইরাস নিয়ে জনগণ সচেতন থাকলে ইউরোপের মতো পরিস্থিতি বাংলাদেশে হবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা ঘাটে যারা বের হচ্ছেন তাদের বলবো আপনারা অহেতুক রাস্তাঘাটে বের হবেন না। আপনারা অহেতুক ভিড় করবেন না, অহেতুক জনসমাগম সৃষ্টি করবেন না। অহেতুক জনসমাগম যাতে না হয় সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। তারা সে অনুযায়ী জনগণকে উদ্বুদ্ধ করছে। যারা যেখানে আছেন, তারা সেখান থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় অবস্থান করুন, যেটা সরকার ঘোষণা করেছে।

সবাইকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিজেকে পরিষ্কার রাখুন। হাত ধোয়া তো আমাদের ঈমানি অঙ্গ। সে হিসেবে আপনারা হাত ধুবেন। বের হওয়ার সময় মাস্ক পরে বের হবেন এবং কিছু করতে হলে হাতে গ্লাভস পড়ে করুন। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেটা একজন থেকে আরেকজনের যেটুকু দূরত্বে থাকা দরকার সেটা বজায় রাখবেন।’

করোনা সংক্রমণ প্রতিরোধে যারা স্বেচ্ছায় কাজ করছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, এনজিওর যারা কাজ করছেন তাদের আহ্বানে ঢাকাসহ সারাদেশের মানুষ যেন সচেতন হন, এটা আমি প্রত্যাশা করি।

মন্ত্রী আরও বলেন, করোনা মোকাবেলায় ইতোমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ২৪ ঘন্টার সেল খোলা রয়েছে। এর মাধ্যমে কোথায় কি হচ্ছে সেসবের খোঁজ খবর রাখছি এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ফাঁকা ঢাকায় যাতে কোন চুরি ডাকাতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী চোখ-কান খোলা রেখে কাজ করছেন।

ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :