পাখির গর্ত ভেবে সাপের গর্তে হাত, স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৯:০৯

মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে শুক্রবার সাপের কামড়ে সোয়াদ মোল্যা (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কুকনা গ্রামের ভ্যানচালক সাজ্জাদ মোল্যার ছেলে এবং মাগুরা শহরের পুলিশ লাইনস্ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সাপের গর্তকে পাখির গর্ত ভেবে সেখানে হাত ঢুকিয়ে নির্মম এ মৃত্যুর শিকার হয় সোয়াদ।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের ভেতর সাপের গর্তকে পাখির বাসা মনে করে তার মধ্যে হাত ঢোকায় সোয়াদ। এ সময় গর্তে থাকা বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। বাড়িতে এসে প্রথমে ভয়ে সে কাউকে কিছু না বলে কাঁদতে থাকে। পরে তার মা শিল্পী বেগম ঘটনা জানতে চাপাচাপি করলে সে জানায়, একটি গর্তে মাছরাঙ্গা পাখি ধরতে গিয়ে পাখির ঠোঁকরে হাত কেটে গেছে। তখন মা শিল্পী বেগম তার হাত কাপড় দিয়ে বাঁধতে থাকে এরই এক পর্যায়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে সোয়াদ। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২ টার দিকে মারা যায় সোয়াদ।

(ঢাকাটাইমস/২৭মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :