২৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৮:১২| আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:২২
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসকারী অসহায়, ছিন্নমূল ও দুঃস্থ ২৮ হাজার ৮০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

শনিবার করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দৈনিক কার্যক্রমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ডিএনসিসি জানায়, করপোরেশন এলাকায় বসবাসকারী অসহায়, ছিন্নমূল ও দুঃস্থ প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু এবং এক লিটার তেল বিতরণ করা হবে।

এতে প্রতি পরিবারের পেছনে খরচ হবে ছয়শ টাকা। আর ২৮ হাজার ৮০০ পরিবারের পেছনে করপোরেশনের খরচ হচ্ছে এক কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা।

উত্তর সিটির ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে প্রতিজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পাঁচশ পরিবারের মধ্যে এবং সংরক্ষিত আসনের কাউন্সিলররা একশ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করবেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা