কোহলিই দলের বস: রবি শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১২:০৭

কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ফর্মের তুঙ্গে আছে ভারতীয় ক্রিকেট দল। দেশে-বিদেশে একের পর এক বাঘা-বাঘা দলকে ধরাশায়ী করছে কোহলি এন্ড কোং। তবে এর মধ্যেই একটা প্রশ্নের তীর বারবারই প্রধান কোচ রবি শাস্ত্রীকে আহত করে। ভারতীয় ক্রিকেট নিয়ে একটা প্রশ্ন কয়েক বছর ধরে নিয়মিত উঠছে। দলের সত্যিকারের বস কে? অধিনায়ক বিরাট কোহালি না কোচ রবি শাস্ত্রী? এ নিয়ে এবার মুখ খুললেন ভারত প্রধান। জানালেন, কোহলিই দলের বস।

শাস্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন, ভারতীয় দলের ‘বস্’ হলেন কোহালিই। একটি টিভি চ্যানেলের পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করে এসেছি, অধিনায়কই বস্। কোচিং স্টাফের কাজটা হল, ছেলেদের এমনভাবে তৈরি করে দেওয়া যাতে ওরা মাঠে নেমে ইতিবাচক, সাহসী ক্রিকেট খেলতে পারে।’

নিজের কাজ নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেয়। আমাদের কাজ হল, অধিনায়কের বোঝা হাল্কা করা। প্রত্যেক ক্রিকেটারের কাছে গিয়ে তো অধিনায়ক কথা বলে না। সেটা আমার কাজ। আবার মাঠে নেমে অধিনায়কই সব কিছু নিয়ন্ত্রণ করে। বিশ্বের কোনও কোচই সেই কাজটা করতে পারে না।’

ফিল্ডিং এবং ফিটনেসে ভারতীয় ক্রিকেট দল যে ভাবে উন্নতি করেছে, তার জন্য কোহালিকেই কৃতিত্ব দিচ্ছেন শাস্ত্রী। বলছেন, ‘দলের ফিটনেস নিয়ে যখন কথা হয়, তখন বুঝতে হবে সেই ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে স্বয়ং বিরাট। ও নিজেকে বলে, ‘আমি যদি এই খেলাটা খেলতে চাই, তা হলে আমাকে বিশ্বের সব চেয়ে ফিট ক্রিকেটার হতে হবে।’ নিজের শরীরটাকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তৈরি করেছে।’

শাস্ত্রী মনে করেন, অধিনায়ককে এ রকম একটা উচ্চতায় পৌঁছতে দেখে দলের বাকি ক্রিকেটাররাও সমান উদ্বুদ্ধ হয়েছেন। শাস্ত্রীর কথায়, ‘শুধু তো ট্রেনিং নয়, বিরাট অনেক কিছু ত্যাগ করেছে। ওর ডায়েট সেটা বলে দেয়, জীবন নিয়ে ওর দৃষ্টিভঙ্গি সেটা বুঝিয়ে দেয়। আমি দেখেছি, বাকি ক্রিকেটাররাও কী ভাবে প্রভাবিত হয়েছে।’

এই মুহূর্তে করোনাভাইরাস আক্রমণে থমকে গিয়েছে ক্রীড়া দুনিয়া। অন্যান্য ক্রীড়াবিদের মতো ভারতীয় ক্রিকেটাররাও এখন ঘরবন্দি। শাস্ত্রী মনে করেন, এর ফলে ক্রিকেটাররা প্রয়োজনীয় বিশ্রামটা পেয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের জন্য এই বিশ্রামটা খুব খারাপ জিনিস নয়। নিউজিল্যান্ড সফরের শেষের দিকে দেখা গিয়েছে ক্রিকেটারররা মানসিক ভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তা ছাড়া ফিজিক্যাল ফিটনেসেও ছাপ পড়ছিল। চোট আঘাতও পাচ্ছিল ক্রিকেটাররা।’

(ঢাকাটাইমস/২৯ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :