আইসোলেশন থেকে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী হোম কোয়ারেন্টাইনে

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৩:৫১
অ- অ+

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর সংক্রমণ ব্যধি (আইডি) হাসপাতালের আইসোলেশন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শনিবার রাতে তাকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে ছেড়ে দেয়া হয়।

ওই ছাত্রের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। তার স্বজনেরা জানিয়েছেন, গত ১১ মার্চ রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় হাঁটার সময় একজন বিদেশির সঙ্গে ওই ছাত্রের ধাক্কা লাগে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তারা আশঙ্কা করছেন।

তবে রাজশাহী আইডি হাসপাতালের পরিচালক ডা. মামুনুর রশিদ বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিনা তা তারা নিশ্চিত নন। তার উপসর্গগুলো কোভিড-১৯ এর সঙ্গে মিলছে না। শনিবার রাতে তাকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হয়। উপসর্গ না মেলার কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে আগামী ১০ দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে করোনা সন্দেহে এই শিক্ষার্থীকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখান থেকে তাকে আইসোলেশনে আইডি হাসপাতালে পাঠানো হয়েছিল।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল জানান, ওই শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টাইনে রেখেই পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া বাড়িতে থাকা পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়িটিতে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা