তাড়াশে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নির্মাণশ্রমিক আইসোলেশনে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ২২:২০| আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:২৭
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কাইয়ুম আলী (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হোম আইসোলেশনে রাখা হয়েছে। রবিবার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামে তার বাড়ি গিয়ে এ সিদ্ধান্ত জানান। এসময় তার পরিবারের অন্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, সন্দেহভাজন শ্রমিক কাইয়ুম আলী দুই দিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পর তার ঠান্ডা ও জ্বর দেখা দেয়। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রতিবেশীদের সন্দেহ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন প্রাথমিক পর্যবেক্ষণের পর তাকে আইসোলেশনে রাখার এবং তার পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার এ সিদ্ধান্ত নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিয়া বলেন, ‘আমাদের ধারণা, কাইয়ুম সাধারণ জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত। তারপরও আমরা পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজন হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’

উপজেলার করোনাভাইরাস প্রতিরোধ মনিটরিং সেলের সমন্বয়কারী মোফাক্ষার উদ্দিন খাঁন বলেন, ‘বিষটি জানার পরপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ঢাকাটাইমস/২৯মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন
ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা