জয়পুরহাটে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ২৩:১৬| আপডেট : ২৯ মার্চ ২০২০, ২৩:৩৬
অ- অ+

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার রাতে ছাত্র ইউনিয়নের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়ি বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন সাংবাদিক শামীম কাদির।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, সহসভাপতি রেজুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক সামিয়া আখতার মিমি প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিক শামীম কাদির বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সচেতনতা সর্তকতা অবলম্বন করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে সভাপতি রিফাত আমিন রিয়ন বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আপনারা সবাই ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। তাহলেই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

(ঢাকাটাইমস/২৯মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা