যারা চাইতে পারেন না তাদের পাশে লিমন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৮:৪২

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এতে অনেকেরই আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনও। তবে তার কৌশলটা একটু ভিন্ন। যারা সহযোগিতা চাইতে পারেন না, তাদের বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার থেকে খাদ্যদ্রব্য বিতরণ শুরু করেছেন লিমন। সকালে নগরীর বোয়ালিয়া থানার মোড়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। পরে নগরীর গণকপাড়া মোড়ে রিকশা-অটোরিকশার চালক এবং সাধারণ মানুষের মাঝে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু এবং ৭০০ গ্রাম ডাল বিতরণ করা হয়। এ দিন মোট ৩০০ জনের হাতে এসব খাদ্যদ্রব্য তুলে দেয়া হয়।

এ সময় মীর ইসতিয়াক আহম্মেদ লিমন ছাড়াও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সাবেক সদস্য মকিতুজ্জামান জুরাত, মুশফিকুর রহমান হাসনাত, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর ইসলাম রুবেল, জাহেদ আলী জনি, সাবেক ছাত্রলীগ নেতা পঙ্কজ দে প্রমুখ।

মীর ইসতিয়াক আহম্মেদ লিমন জানান, দুর্যোগকালীন মুহূর্তে অনেকেই আর্থিক সংকটে থাকেন। কিন্তু লোকলজ্জায় মুখ খুলতে পারেন না। পাড়ায়-পাড়ায় এমন মানুষদের তালিকা করা হচ্ছে। প্রথম দিন দুটি নির্দিষ্ট স্থান থেকে বিতরণ করা হলেও এখন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য দিয়ে আসা হবে। করোনা সংকট যতদিন চলবে, ততদিন তিনিও সহযোগিতা করে যাবেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :