সিংড়ায় হটলাইনের ফোনেই ঘরে পৌঁছবে পণ্য

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৯:৩২
অ- অ+

নাটোরের সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে ফোন করলেই পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবে। সোমবার বিকালে ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিংড়া পৌরবাসীকে মেয়র জান্নাতুল ফেরদৌস এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এই মুহূর্তে বিশ্ব স্থাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলা অতি জরুরি। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরামর্শে পৌরসভার পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস (চলো) বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। পৌরবাসীর যে কোন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হটলাইন ০১৭০৭-০০১১২২ নম্বরে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবে। আর এর জন্য কোন অতিরিক্ত গাড়ি ভাড়া দিতে হবে না। এছাড়া ফ্রি অ্যাম্বুলেন্স সেবাও পাবে রোগীরা।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর সিংড়া পৌরসভায় ১০টি ব্যতিক্রমধর্মী ই-রিকশা ‘চলো’ পরিবহন ও দুইটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা