লেবাননে কর্মহীন অসহায় প্রবাসীদের মাঝে খাবার বিতরণ

ওয়াসীম আকরাম, লেবানন
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:২২| আপডেট : ৩০ মার্চ ২০২০, ২০:২৮
অ- অ+

লেবাননে অসহায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইসলামী সমাজ কল্যাণ সংগঠন লেবানন’। দেশটিতে দীর্ঘদিন যাবত অর্থনৈতিক সংকটের কারণে বেতন সমস্যায় কর্মহীন অনেক প্রবাসী খুবই মানবেতর জীবনযাপন করছিল। এর প্রভাব না কাটতে মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। ভাইরাসের কারণে লেবানন সরকার লকডাউন ঘোষণা করে। এতে সরকারের স্বাস্থ্যবিধি কারণে প্রবাসীরা কর্মহীন হয়ে নিজ আবাসস্থলে জেলখানার মতো বন্দি দিন কাটাতে হচ্ছে।

লকডাউন ২৯ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্ত দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়বারের ঘোষণায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে সরকার। বর্তমানে অনেক প্রবাসী অনাহারে-অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন।

সংগঠনটির সভাপতি মাওলানা আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিলন সার্বিক পরিস্থিতি, সামাজিক ও মানবিক দিক বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো টহলের মধ্যে ঝুঁকি নিয়েও প্রবাসীদের পাশে দাঁড়ান।

লেবাননের বিভিন্ন এলাকায় এই সংগঠনের শাখা রয়েছে। শাখাগুলোও কেন্দ্রীয় সহযোগিতায় এই খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের রুমী শাখার সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন রাসেল জানান, লেবাননে বিভিন্ন কারণে অর্থনৈতিক অবনতিতে দেশটিতে প্রায় পাঁচ-ছয় মাস কাজের চাহিদা নাই। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। অনেক প্রবাসী দেশে ফেরত গেল। আবার অনেকে বেকারত্ব অবস্থান নিয়ে দিন কাটাচ্ছেন। তাছাড়া বর্তমানে সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি বিস্তার করছে। তাই অসহায় প্রবাসীরা একে অন্যের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা