জয়পুরহাটে আইসোলেশনে থাকা তিন রোগীর করোনা নেই

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৯:১৯
অ- অ+

জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর আইএসটির আইসোলেশনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পায়নি বলে জানিয়েছেন আইইডিসিআর কর্তৃপক্ষ। শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ।

ওই তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি নিগেটিভ এসেছে বলে মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জনকে দেওয়া এক ইমেইল বার্তায় নিশ্চিত করেছেন আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে জেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা কালাই ও ক্ষেতলাল উপজেলার তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। আইইডিসিআর কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার প্রতিবেদনের কপি তার দপ্তরের ইমেইলে পাঠিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত সন্দেহে ওই তিন রোগীকে গত শনিবার জেলার গোপীনাথপুরে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে করোনাভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় জয়পুরহাটে আরো পাঁচজনসহ হোম কোয়ারেন্টাইনে ১৫৫ জন এবং আইসোলেশনে চারজন রোগী ভর্তি করা হয়েছে। আর ছাড়পত্র দেওয়া হয়েছে ২৫ জনকে। আর আইসোলেশনে ভর্তি থাকা ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শামীম তাজমহল নামে মাদকাসক্ত যুবক সোমবার সকালে পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা