করোনায় কোন দেশে কত মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ০৮:২৯| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৮:৪৬
অ- অ+

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। প্রতিদিনই মৃতের ও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই ঝরছে হাজারো প্রাণ। আক্রান্তের সংখ্যাতেও যোগ হচ্ছে হাজারো নতুন নাম।

তিন মাস আগে উহানে ভাইরাসটি শনাক্ত হলেও এখন সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। অচেনা এই ভাইরাসটি এখন বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। ইতোমধ্যে দুই শতাধিক দেশে হানা দিয়েছে ভাইরাসটি। তার মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপ। এই মহাদেশের কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে করোনা। মোট মৃতের চার ভাগের তিন ভাগই মারা দেশে ইউরোপে কয়েকটি দেশে।

এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৫৮১ জন।

আসুন একনজরে দেখে নেই করোনায় এ পর্যন্ত কোন দেশে কতজন মারা গেছেন।

ইতালিতে ১৩১৫৫, স্পেনে ৯৩৮৭, যুক্তরাষ্ট্রে ৫১০৯, ফ্রান্সে ৪০৩২, চীনে ৩৩১২, ইরানে ৩০৩৬, যুক্তরাজ্যে ২৩৫২, নেদারল্যান্ডে ১১৭৩, জার্মানিতে ৯৩১, সুইজারল্যান্ডে ৪৮৮, তুরস্কে ২৭৭, বেলজিয়ামে ৮২৮, অস্ট্রিয়াতে ১৪৬, দক্ষিণ কোরিয়াতে ১৬৯, কানাডায় ১২৯, পর্তুগালে ১৮৭, ব্রাজিলে ২৪৪, ইসরাইলে ২৬, সুইডেনে ২৩৯, অস্ট্রেলিয়াতে ২৩, নরওয়েতে ৪৪, আয়ারল্যান্ড ৮৫, ডেনমার্ক ১০৪, চিলি ১৬।

মালয়েশিয়া ৪৫, রাশিয়া ২৪, ইকুয়েডর ৯৮, রোমানিয়া ৯২, পোল্যান্ড ৪৩, লুক্সেমবার্গ ২৯, ফিলিপাইন ৯৬, জাপান ৫৭, পাকিস্তান ২৭, থাইল্যান্ড ১২, সৌদি আরব ১৬, ইন্দোনেশিয়া ১৫৭, ভারত ৫৮, ফিনল্যান্ড ১৭, গ্রিস ৫১, দক্ষিণ আফ্রিকা ৫, ডোমিনিকান রিপাবলিক ৫৭, আইসল্যান্ড ২, মেক্সিকো ২৯, পানামা ৩২, পেরু ৩৮, সার্বিয়া ২৮।

আর্জেন্টিনা ৩২, সিঙ্গাপুর ৪, ক্রোয়েশিয়া ৬, কলম্বিয়া ১৬, আলজেরিয়া ৫৮, স্লোভেনিয়া ১৫, কাতার ২, ইস্তোনিয়া ৫, হংকং ৪, মিশর ৫২, নিউজিল্যান্ড ১, ইরাক ৫২, ইউক্রেন ২০, সংযুক্ত আরব আমিরাত ৬, মরক্কো ৩৯, লিথুয়েনিয়া ৮, আর্মেনিয়া ৪।

বাহরাইন ৪, হাঙ্গেরি ২০, লেবানন ১৪, বসনিয়া ও হার্জেগোভিনা ১৩, তিউনেশিয়া ১২, বুলগেরিয়া ১০, স্লোভাকিয়া ১, কাজাকিস্তান ৩, আজারবাইজান ৫, কোস্টারিকা ২, উরুগুয়ে ২, তাইওয়ান ৫, জর্ডান ৫, বুরকিনা ফাসো ১৪, আলবেনিয়া ১৫, সান মারিনো ২৮, ক্যামেরন ৬।

কিউবা ৬, ওমান ১, আফগানিস্তান ৪, ঘানা ৫, সেনেগাল ১, আইভরি কোস্ট ১, উজবেকিস্তান ২, হন্ডুরাস ১০, বেলারুশ ২, নাইজেরিয়া ২, শ্রীলংকা ৩, ভেনেজুয়েলা ৩, ফিলিস্তিন ১, ব্রুনেই ১, বলিভিয়া ৭, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ৫, কেনিয়া ১, প্যারাগুয়ে ৩, নাইজার ৫, মোনাকো ১।

বাংলাদেশ ৬, গুয়েতেমালা ১, জামাইকা ৩, টোগো ২, ই সালভেদর ১, মালি ৩, তানজানিয়া ১, মিয়ানমার ১, গায়ানা ২, সিরিয়া ২, জিম্বাবুয়ে ১, অ্যাঙ্গোলা ২, সুইডেন ২, মৌরিতানিয়া ১, নিকারাগুয়া ১, বতসোয়ানা ১, গাম্বিয়া ১, কঙ্গো ২।

ঢাকাটাইমস/২মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা