নওগাঁয় বন্দুকযুদ্ধে দুই ‘মাদক কারবারি’ নিহত

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১০:০৬| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১০:৫৬
অ- অ+
ফাইল ছবি

নওগাঁয় আলাদা দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি বন্দুকযুদ্ধ হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে। অন্যটি হয়েছে থানা পুলিশের সঙ্গে। বন্দুকযুদ্ধে নিহত দুইজনই মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার জাহিদুল ইসলাম এবং আত্রাই উপজেলার মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন বলেন, রাত তিনটার দিকে উপজেলার তিলাবুদুরি এলাকায় থানা পুলিশে সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধে মিনহাজুল নিহত হন। আহত হন চার পুলিশ সদস্য। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আরেকটি বন্দুকযুদ্ধ হয়েছে পত্নীতলা উপজেলায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। নিহত জাহিদুলের তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা ছিল বলে জানান ওসি পরিমল।

ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা