তহবিল গড়তে মাথা ন্যাড়া করলেন ইংলিশ উইকেটরক্ষক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১১:২৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট মানবেতর পরিস্থিতিতে সাধ্যমত এগিয়ে আসছেন সবাই। লক্ষ্য আপাতত একটা, করোনাভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। সেই আবহেই অর্থ সংগ্রহের জন্য এবার হাত বাড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার স্যাম বিলিংস। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য এক চ্যারিটি সংস্থার প্রচারে বিলিংস চুল কেটে মাথা ন্যাড়া করেন এই ইংলিশ উইকেটরক্ষক।

প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে মহামারি রূপ নেওয়া এই ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪৭ হাজারের মত। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩০ হাজারের উপরে।

এমতাবস্থায় গোটা বিশ্বেই দেখা দিয়েছে সংকট। কোথাও মেডিসিন, কোথাও চিকিৎসা সরঞ্জামাদি, কোথাও নিরাপদ বাসস্থানের সংকট। এমন পরিস্থিতিতে বিত্তবানদের পাশাপাশি নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা।

তারই অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছেন ইংলিশ উইকেটরক্ষক বিলিংস। মূলত এক চ্যারিটি সংস্থার অর্থ সংগ্রহের মহৎ উদ্দেশ্যের জন্যই হেড সেভ ইনস্টাগ্রাম ক্যাম্পেইনে অংশ নেন বিলিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে সতীর্থ ক্রিকেটারদেরও এভাবে চুল কেটে করোনা মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে কোভিড-১৯ আক্রান্ত রোগিদের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সম্মান জানাতে নিজের মাথার চুল ছেঁটে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ওয়ার্নার। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, ট্রিমারের সাহায্যে মাথা ন্যাড়া করছেন তিনি।

(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :