অসহায় বৃদ্ধের পাশে ‘মেসার্স বন্ধু ব্রিকস’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২০:১৬
অ- অ+

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ – এই মর্মকথার বাস্তবতা আবারো দেখা গেলো ধামইরহাটে। দৈনিক ঢাকা টাইমসে গত শুক্রবার ‘বৃদ্ধ মহীর মন্ডলের জীবন কাটে অনাহারে’ শিরোনামে একটি ফিউচার নিউজ প্রকাশিত হয়। এর ফলে ধামইরহাটের কয়েকজন বন্ধু ছুটে যান সেই অসহায় বৃদ্ধের বাড়িতে।

‘শুক্রবার বিকাল ৫টায় ধামইরহাট উপজেলার ৭ নম্বর ওয়ার্ড মঙ্গলকোটা গ্রামে বৃদ্ধের হাতে ১৫ দিনের খাবার তুলে দেন তারা। মেসার্স বন্ধু ব্রিকস’ এর পক্ষ থেকে যাওয়া এই দলের মধ্যে রয়েছেন ইনজামামুল হক সরকার শিমুল, বিদ্যুৎ হোসেন, জয়নাল হোসেন ও আসাদুজ্জামান।

অন্যদিকে সেখানে শতবর্ষী বৃদ্ধা জোবেদা বিবির খোঁজ পেলে তার হাতেও একইভাবে ১৫ দিনের খাবার তুলে দেন। এ সময় গ্রামের সাধারণ মানুষ ছুটে এসে এই কল্যাণকর উদ্যোগকে স্বাগত জানান।

বৃদ্ধ মহীর মন্ডল এবং শতবর্ষী বৃদ্ধা জোবেদা বিবি তরুণদের এমন ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। একসময় তারা দুজনেই চোখ মুছতে মুছতে তরুণদের দীর্ঘায়ু কামনা করেন।

ইনজামামুল হক সরকার শিমুলের সাথে কথা হলে তিনি বলেন, জাতীয় দৈনিক ঢাকা টাইমস আমাদের চোখ খুলে দিয়েছে। বৃদ্ধের জীবন কাটে অনাহারে- এমন বাস্তব চিত্র আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সে কারণেই আমরা ক'জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং বৃদ্ধের পাশে এসে দাঁড়াই। ঠিক এভাবেই আমরা সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আমাদের মানবিকতার হাত বাড়িয়ে দিতে চাই।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা