লেবানন লকডাউন: মানবেতর জীবন কাটছে প্রবাসীদের

ওয়াসীম আকরাম, লেবানন
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ০০:১৭
অ- অ+

করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ থেকে লেবানন লকডাউন। ২৯ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লকডাউনের মেয়াদ ১২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর মধ্যেও প্রতিদিন বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা, তৃতীয় দফায় বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ।

শনিবার লেবাননের করোনাভাইরাস সর্বশেষ আপডেট নতুন আক্রান্ত ১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২০ জন এবং মৃত্যুর সংখ্যা ১৭ জনে। করোনাভাইরাস আক্রান্ত মৃত্যুর মধ্যে লেবানন ফিলিপাইনে রাষ্ট্রদূতও রয়েছেন।

বাংলাদেশি তিনজন আক্রান্ত হলেও এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি। এমন পরিস্থিতিতে আতংকে রয়েছেন প্রবাসীরা, পাশাপাশি জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে নিন্ম আয়ের ও কর্মহীন প্রবাসীদের। এমন পরিস্থিতিতে দেখার কেউ নেই।

যদিও প্রবাসী বিভিন্ন সংগঠন অসহায় প্রবাসীদের সহযোগিয় হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের অধিক প্রবাসীর বসবাস লেবানন। এত বড় বিশাল জনগোষ্ঠীর মাঝে সামাজিক সংগঠনগুলো কোনভাবেই সহযোগিতার সাধ্য নেই। আর এ মুহূর্তে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসীরা।

অন্যদিকে বিমান চলাচল না থাকায় লেবানন সরকারের বিশেষ সুযোগে দেশে ফিরতে ইচ্ছুকরাও দেশে ফিরতে না পেরে পড়েছেন বিপাকে।

তারা দূতাবাসের প্রতি আবেদন করেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে- অন্যথায় মাতৃভূমিতে প্রেরণ করতে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা