‘আদালত বন্ধ থাকলেও কোনো মামলায় ক্ষতি হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৫৮
অ- অ+

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে উচ্চ আদালতসহ দেশের সব আদালত বন্ধ থাকায় চলমান কোনো মামলার ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা দেখা করতে গেলে প্রধান বিচারপতি এ কথা বলেন। রবিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, ‘করোনাভাইরাস জনিত কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় এ সময়ে বিভিন্ন মামলায় প্রদত্ত অনেক অন্তর্বর্তীকালীন আদেশ, যথা- জামিন, স্থগিতাদেশ, নিষেধাজ্ঞা, সারেন্ডারের তারিখ উত্তীর্ণ (পার হয়ে) হয়ে যাবে। এ বিষয়ে আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। প্রধান বিচারপতি আমাদের আশ্বস্ত করেছেন যে, ‘এই বিষয়টি তার নজরে আছে। এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেয়া হবে। কোনো মামলায় ক্ষতি হবে না।’

এ এম আমিন উদ্দিন আরও বলেন, সাক্ষাতকালে প্রধান বিচারপতি আরও জানান, ‘আইনজীবীরা আদালত খোলার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের আওতায় আপিল, রিভিশন ইত্যাদি খোলার তারিখেই দায়ের করে তমাদি রক্ষা করা যাবে।’

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং দেশের সব আদালত সাধারণ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ঢাকা টাইমস /৫এপ্রিল/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা