সুবর্ণচরে কৃষককে পিটিয়ে হত্যা, নারী আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১০:২১
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে আবুল কালাম (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকায় অভিযোগে পান্না আক্তার (২৪) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।

বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আবুল কালাম দক্ষিণ চর মজিদ ৯নং ওয়ার্ডের সামছুল হকের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। আটককৃত পান্না আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আবুল কালাম তার ঘরের পাশে কিছু ধানের খড় রাখেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী বাড়ীর রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী পান্না আক্তার আবুল কালামের বাড়িতে আসে। এসময় তারা আবুল কালামকে কিছু না জানিয়ে ওই খড়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাস না করে কেন খড়গুলো নিছে জানতে চাইলে রিয়াজ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে আবুল কালামের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়ে রিয়াজ ও পান্না আক্তার। এ সময় রিয়াজ ধাক্কা দিয়ে আবুল কালামকে মাটিতে ফেলে দেয়। পরে রিয়াজ, পান্না ও রিয়াজের মা হোসনে আরা বেগম এলোপাতাড়ি পিটিয়ে আবুল কালামকে জখম করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘরে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবুল কালামের মৃত্যু হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজের স্ত্রী পান্না আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/৮এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা