কোহলিকে অভিনব টেনিস চ্যালেঞ্জ ফেদেরারের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৬:৫০
অ- অ+

রজার ফেদেরার। বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়দের অন্যতম। কারও কারও মতে, তিনিই সর্বকালের সেরা। এখনও পর্যন্ত তিনি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সেই ফেডেরারই টেনিস-চ্যালেঞ্জ ছুড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

বিরাট কোহলি আবার এই প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। অনেকের মতে, কোহলিই হলেন এই সময়ের সেরা ব্যাটসম্যান। যিনি কোনও চ্যালেঞ্জের মোকাবিলাতেই পিছিয়ে যান না। সোশ্যাল মিডিয়ায় ফেদেরার নিজের একটা ভিডিও পোস্ট করে আরও অনেকের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছেন কোহলিকেও।

তিনি লিখেছেন, ‘এটা একটা অনায়াস একক ড্রিল। দেখা যাক, কেমন করতে পারো। একটা ভিডিও পাঠিয়ে দিও জবাবে। আমি কিছু টিপস পাঠিয়ে দেব। আর নিজের টুপিটা বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নিও।’

এই ভিডিওতে দেখা গিয়েছে যে সাদা জামায় টুপি পরে ফেদেরার দেওয়ালে বল মারছেন টেনিস র‍্যাকেট দিয়ে। সেটাই ফেদেরার করতে বলেছেন কোহলিদের। কোহলি ছাড়া আর যাঁদের তিনি এই চ্যালেঞ্জ পাঠিয়েছেন, তাঁরা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, টনি ক্রুস, জিয়ানলুইগি বুফোঁ, লুকা মদরিচ।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা