পরিবহন খাতে দৈনিক ক্ষতি ৫০০ কোটি, প্রণোদনার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৬
অ- অ+

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটিতে পরিবহন খাতে প্রতিদিন পাঁচ শ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই বিশাল পরিমাণ ক্ষতির বিপরীতে পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের জন্য সরকারের কাছে বিশেষ প্রণোদনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতি পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা করতে সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি।‘

পরিবহন শ্রমিকদের বর্তমান অবস্থা তুলে ধরে মালিকপক্ষকে শ্রমিকদের পাশে দারানোর অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবহন সেক্টরে নিয়োজিত চালক-শ্রমিকগণ লকডাউনের কারনে পরিবহন শ্রমিকেরা দীর্ঘদিন যাবত কর্মহীন অবস্থায় রয়েছে। যারা দৈনিক বেতনে কাজ করে থাকেন। দীর্ঘদিন যাবত আয়-রোজগার বন্ধ থায়া তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছে। দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো একান্ত জরুরি। কর্মহীন শ্রমিকদের বাঁচানোর লক্ষ্যে পরিবহন সেক্টরের সম্মানীত মালিকগণকে স্ব-স্ব শ্রমিকদের সাহায্য করার জন্য জোর অনুরোধ করছি।‘

ঢাকাটাইমস/০৮এপ্রিল/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা