পরিবহন খাতে দৈনিক ক্ষতি ৫০০ কোটি, প্রণোদনার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৬

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটিতে পরিবহন খাতে প্রতিদিন পাঁচ শ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই বিশাল পরিমাণ ক্ষতির বিপরীতে পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের জন্য সরকারের কাছে বিশেষ প্রণোদনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতি পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা করতে সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি।‘

পরিবহন শ্রমিকদের বর্তমান অবস্থা তুলে ধরে মালিকপক্ষকে শ্রমিকদের পাশে দারানোর অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবহন সেক্টরে নিয়োজিত চালক-শ্রমিকগণ লকডাউনের কারনে পরিবহন শ্রমিকেরা দীর্ঘদিন যাবত কর্মহীন অবস্থায় রয়েছে। যারা দৈনিক বেতনে কাজ করে থাকেন। দীর্ঘদিন যাবত আয়-রোজগার বন্ধ থায়া তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছে। দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো একান্ত জরুরি। কর্মহীন শ্রমিকদের বাঁচানোর লক্ষ্যে পরিবহন সেক্টরের সম্মানীত মালিকগণকে স্ব-স্ব শ্রমিকদের সাহায্য করার জন্য জোর অনুরোধ করছি।‘

ঢাকাটাইমস/০৮এপ্রিল/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :