টাকা দিয়েছেন, দুস্থদের খাবারও দেবেন বরুণ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১০:০২
অ- অ+

করোনায় অসহায় হয়ে পড়া মানুষের সাহায্যে ইতোমধ্যেই এগিয়ে এসেছেন বলিউডের বহু তারকা। পুরনো সুপারস্টারদের মধ্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমাররা দুহাত ভরে অর্থসাহায্য দেয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের খাবারের দায়িত্বও নিয়েছেন। শাহরুখ খান তো তার চারতলার একটি অফিস কোয়ারেন্টাইন কেন্দ্র বানানোর কাজে ছেড়ে দিয়েছেন।

অন্যদিকে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে এগিয়ে ছিলেন বরুণ ধাওয়ান। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ৩০ লাখ টাকা অর্থসাহায্য করেছিলেন। এবার আরও এক ধাপ এগিয়ে গরিব ও দুঃস্থদের খাওয়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবার অভিনেতা তার ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন। পোস্টে বরুণ লিখেছেন, ‘এই দুর্দিনে গৃহহীন এবং আয় নেই যাদের, তাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি।’

শুধু তাই নয়, হাসপাতালের চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্বও নিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা বরুণ। একটি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করবেন অভিনেতা। বরুণ লিখেছেন, ‘এটি খুব ছোট একটি পদক্ষেপ। তবে এখন প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আগামী দিনেও আমি এভাবেই মানুষের পাশে থাকব।’

ঢাকাটাইমস/০৯এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা