নয়া স্বামীর থেকে দূরে পরীমনি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৩:৪১
অ- অ+

গত ১০ মার্চ গোপনে বিয়ে করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারও ১০ দিন পর ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই অভিনেত্রী। পরীর স্বামীর নাম কামরুজ্জামান রনি। তিনি ছোটপর্দার নির্মাতা। গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজী অফিসে চুপিসারে বিয়ে করেন তারা।

কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো সারা বাংলাদেশেও করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে নয়া স্বামীর কাছে যেতে পারছেন না পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং সেরে গত ৫ এপ্রিল ঢাকায় ফিরেছেন নায়িকা। কিন্তু করোনার ঝুঁকি এড়াতে বন্দি রয়েছেন বনানীর বাসায়। নিজেকে পুরোপুরি ‘লকড’ করে রেখেছেন পরীমনি।

যার ফলে দূরে রয়েছেন স্বামী রনির কাছ থেকেও। রনিও রয়েছেন নিজের বাসায়। নতুন বিয়ে করেছেন, অথচ স্বামীর কাছে যেতে পারছেন না, বিষয়টা কতটা কষ্টের পরীর কাছে? নায়িকার ভাষ্য, ‘জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর উর্ধ্বে। আগে এই সংকটের সময়টা কেটে যাক। স্বামীর থেকে দূরে থাকাটা কষ্টের হলেও দুজনের ভালোর জন্য এটুকু মেনে নিতেই হবে।’

কিন্তু কীভাবে সময় কাটছে গৃহবন্দি পরীর? নায়িকা বলেন, ‘‌নতুন সব ছবির চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। রান্না করতে আমার খুব ভালো লাগে। এত দিন টানা শুটিং করার কারণে চাইলেও রাত জাগা যাচ্ছে না। তাছাড়া একটা শুটিং থেকে ফিরলে সেই চরিত্র থেকে বের হতেও সময় লাগে। আমি এখনো সেই চরিত্রের মধ্যে আছি।’

প্রসঙ্গত, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। সে ছবিরই একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে সখ্যতা গড়ে ওঠে পরী ও রনির। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। সেই প্রস্তাব অগ্রাহ্য করতে পারেনি নায়িকা।

বিয়ে সম্পর্কে পরীমনি সে সময় গণমাধ্যমকে বলেছিলেন, ‘মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে একসঙ্গে ভীষণ আনন্দে সময় কাটিয়েছিলাম আমরা। ৮ মার্চ ঢাকায় এসে আমি রনিকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’

এর আগে গত বছরের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি নায়িকা পরীমনি। দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বেশ ধুমধামের সঙ্গেই হয়েছিল সে অনুষ্ঠান। এ বছরের ১৪ এপ্রিল তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কদিন পরেই ভেঙে যায় পরী ও তামিমের বাগদান।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিস্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড়ভাই দেলোয়ার গ্রেপ্তার
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা