ট্রাকে ত্রিপলের নিচে মিলল ৩৫ শ্রমিক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ত্রিপল মোড়ানো একটি মালবাহী ট্রাকে পাওয়া গেল ৩৫ জন শ্রমিক। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলীমুদ্দিন বাংলাবাজারের ব্লকের নির্মাণশ্রমিক মালবাহী ট্রাকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রাকটিকে সন্দেহ হলে ত্রিপল খুলে ৩৫ জন শ্রমিককে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)বশির গাজী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বশির গাজী জানান, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালক স্বাধীনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩৫ যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

মন্তব্য করুন