কোয়াবের তহবিলে আকবরদের অনুদান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১১:৪০
অ- অ+

করোনাভাইরাসের ক্রান্তিলগ্নে দেশের টালমাটাল অবস্থার সামাল দিতে বাংলাদেশের সব ক্রিকেটাররাই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। সেই আবহেই এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়নরা অর্থাৎ টাইগার যুবারাও এগিয়ে এলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে না থাকলেও দেশের সংকটময় মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) করোনা তহবিল গঠন করা হয়েছিল সাবেক-বর্তমান ক্রিকেটারদের থেকে অনুদান সংগ্রহ করে সরকারের তহবিলে দেয়ার জন্য। এই তহবিলে আকবর আলীরা সিদ্ধান্ত নিয়েছে আড়াই লাখ টাকা দেয়ার। এমনটা নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী দলনেতা নিজেই।

কোয়াব এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব ক্রিকেটার, সংগঠক ও কর্মকর্তারা মিলে আড়াই লাখ টাকা কোয়াবের সহায়তা তহবিলে দান করার কথা জানিয়েছে।

এর আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার নিজেদের এক মাসের বেতনের টাকার অর্ধেক ও সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা আরও ১০ ক্রিকেটার মিলে ২৭ লাখ টাকা অনুদান দিয়েছে সরকারের করোনা তহবিলে।

চুক্তির বাইরে থাকা প্রথম শ্রেণীর ৯১ জন ক্রিকেটারও প্রায় ১০ লাখ টাকার মতো অনুদান দিয়েছে কোয়াবের তহবিলে।

(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা