নিজ এলাকার হতদরিদ্রদের পাশে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৬:১৯
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে এক কোটি ৭০ লাখ টাকার ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এই কার্যক্রমে আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত তহবিল থেকেও ৮০০ মানুষকে ত্রাণ দেয়া হচ্ছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং দলীয় নেতাকর্মীদের উদ্যোগে এই ত্রাণকাজ চালানো হচ্ছে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ২৩ হাজার ৮৫৭ জনকে এই ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানের একটি করে প্যাকেট দেয়া হচ্ছে।

হতদরিদ্র কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আবার এক মাঠে দূরত্ব বজায় রেখেও ত্রাণ দেওয়া হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড.রেজাউল করিম ঢাকা টাইমসকে জানান এসব তথ্য।

কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক সার্বক্ষণিক ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করছেন। যারা ফোনে খাদ্য সমস্যার কথা বলছেন, দলীয় নেতাকর্মী অথবা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের বাসায় জরুরি ভিত্তিতে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি।

সোমবারের মধ্যে কসবার ১০টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ের এই ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

তাপজনিত ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নীতিমালা প্রকাশ

দেশে ২২ হাজার দক্ষ ধাত্রী প্রয়োজন, আছে ২৫৫৭

নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

সেনাবাহিনী জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :