এক হাজার পরিবারে এফডিএর সহায়তা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ১৪:৪৬| আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৬:২৩
অ- অ+

ফরিদপুরে এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ (ফরিদপুর ডেভেলপমেন্ট সোসাইটি)। সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবন ও একটি সাবান দেয়া হয়। সদর উপজেলার ডিগ্রিরচর, নর্থচ্যানেল, অম্বিকাপুর ও আলিয়াবাদ ইউনিয়ন ছাড়াও পৌরসভার কিছু এলাকার বাসিন্দার মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, কো-অর্ডিনেটর আবু সাহের আলম, ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা