যে তিন রাশির পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১০:১১| আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১১:৩৪
অ- অ+

একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সে সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়া যায় সেই ব্যক্তির রাশি থেকে। জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্ম তারিখের এক বিশেষ ধরণের প্রভাব রয়েছে।

যে কোনও মানুষেরই এমন কিছু ব্যক্তিগত বৈশিষ্ট থাকে যার দ্বারা সহজেই আকৃষ্ট হয়। শুধু প্রেম বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নয় বন্ধু বা সহকর্মী যে কোনও বিষয়ে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য বিপরীতে থাকা মানুষটি আপনার প্রতি আকৃষ্ট হন।

জ্যোতিষশাস্ত্র মতে, কয়েকটি বিশেষ রাশির জাতকদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হন মহিলারা। দেখে নেওয়া যাক সেই রাশিগুলো:

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিত্বরা নিজ গুণ ও স্বভাবের জন্য খুব সহজেই মেয়েদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। মিথুন রাশির পুরুষরা সহজাত ভাবেই খুব রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। আর এই কারণেই মহিলারা খুব সহজেই এদের প্রেমে পড়ে যান। মহিলাদের সঙ্গে ঠিক কীভাবে কথা বলতে হয় তা মিথুন রাশির পুরুষরা খুব ভাল করেই জানেন।

সিংহ রাশি

সিংহ রাশির পুরুষরা একদিকে যেমন খুব ভালো মনের মানুষ হন, তেমনই এরা খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। এই রাশির জাতকরা খুব সহজেই মেয়েদের মনে প্রভাব বিস্তার করতে পারেন। মেয়েদের সঙ্গে এদের সক্ষতাও খুব বেশি। তবে এদের ব্যক্তিত্বের জন্য মহিলাদের পাশাপাশি পুরুষদের মধ্য়েও এরা সমান জনপ্রিয়। নিজেদের ব্যক্তিত্বের গুণেই এই রাশির পুরুষরা খুব সহজেই মেয়েদের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন।

তুলা রাশি

তুলা রাশির জাতকরা ভিড়ের মধ্যে আলাদা ভাবে নিজেকে চিহ্নিত করতে সক্ষম। এই রাশির জাতকদের স্বভাব বা কথা বলার ধরন বিপরীতে থাকা মানুষটির উপর ছাপ ফেলে। আর সেই কারণেই এই রাশির পুরুষের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা। একইসঙ্গে এই রাশির পুরুষরা জীবনের যে কোনও পরিস্থিতিতেই খুব ভাল ভাবে ব্যালান্স করতে পারেন। সেই কারণেই এই রাশির পুরুষরা মহিলাদের কাছে সহজেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা