ফরিদপুরে আরেক মাদ্রাসাছাত্রের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২১:১৭

ফরিদপুরে মাদ্রাসার আর এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শনিবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

ওই মাদ্রাসাছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ১৫। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের বাসিন্দা।

মাদ্রাসার ওই শিক্ষার্থী ঢাকার কামরাঙ্গিরচরে একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সে-সহ আরও সাতজন গত ২২ এপ্রিল বাড়িতে আসে।

সকালে শরীর থেকে উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করা হয়। শনিবার ওই ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়।

এর আগে গত ৩০ এপ্রিল মাদ্রাসার ওই ছাত্রের ২০ বছর বয়সী আরেক ভাইয়ের করোনা শনাক্ত হয়েছিল।

ঘটনার সত্যত নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ওই ছাত্রের বড় ভাইয়ের আগেই করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে।

এছাড়া ওই শিক্ষার্থী আশেপাশের যাদের সাথে মিশেছে তাদের চিহ্নিত করে তাদেরও বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই শিক্ষার্থী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে।

প্রসঙ্গত, ফরিদপুরে মাদ্রাসার এই শিক্ষার্থী নিয়ে মোট ১৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :